শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লী ফিরে প্রিয়াংকা গান্ধী বললেন পুলিশ বেআইনিভাবে আটকে রেখেছিলো

খালিদ আহমেদ : কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী উত্তর প্রদেশে পুলিশের হাতে ১দিন আটক থাকার পর গতকাল শনিবার দিল্লী ফিরেছেন। পুলিশ বলছে, প্রিয়াংকা গান্ধীকে তারা হেফাজতে নেয়নি। সোনভাদ্র জেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত ১০ আদিবাসীর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। শেষ পর্যন্ত পুলিশ গতকাল তাদের সাথে প্রিয়াংকাকে দেখা করতে দিয়েছে। বিবিসি, এনডিটিভি

আটক অবস্থায় একটি টুইটে প্রিয়াঙ্কা বলেন, ‘বারানসির এডিজি, পুলিশ কমিশনার এবং মির্জাপুরের ডিআইজি আমার কাছে এক ঘণ্টা ধরে বসে রয়েছেন। আমাকে বলেছেন আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা না করেই আমাকে ফিরে যেতে হবে। আমাকে কেন আটকে দেয়া হয়েছে, তার কোনো কারণ তারা দেখাতে পারেননি। কোনো কাগজপত্রও হাতে পাইনি। এমনকি আমার আইনজীবী জানিয়েছেন, এভাবে আমায় আটক করা সম্পূর্ণ বেআইনি।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

এ দিকে গোটা রাত একইভাবে অনশনে থাকার পর অবশেষে শনিবার সকালে সোনভদ্রার হামলায় নিহতদের স্বজনরা প্রিয়াঙ্কার সঙ্গে এসে দেখা করেন। প্রথমে নিহতদের স্বজনদের প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে গেস্ট হাউসে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। যদিও এর কিছুক্ষণ পর তারা সে নির্দেশ প্রত্যাহার করে নেন। তখন নিহতদের স্বজনদের চোখের অশ্রু মুছে দিয়ে সান্ত¡না দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশ ও প্রশাসন আসলে ঠিক কী চাইছে তা আমি বুুতে পারছি না। তারা (পরিবারগুলো) আমার সঙ্গে দেখা করতে এসেছে, অথচ তাদেরই এখানে ঢুকতে দেয়া হচ্ছিলো না।’

নিহতের স্বজনদের সাথে দেখা করার পর দিল্লীর উদেশ্যে রওয়ানা দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়