শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের পিস্তলের গুলিতে আহত হলেন ছাত্রলীগ নেতা মেশকাত

ঢাবি প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মেশকাত হোসেন নিজের গুলিতে নিজেই আহত হয়েছেন। শনিবার রাতে সূর্যসেন হলের হল গেটে নিজের গুলিতে তিনি আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানা যায়, মেশকাত সন্ধ্যার দিকে সূর্যসেন হল গেটে সে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মেশকাতের ডান পায়ের হাঁটু  থেকে রক্ত বের হতে দেখতে পায়। তখন মেশকাত হোসেন তার পকেটে থাকা পিস্তল বের করে আবার পকেটে রাখেন।

তার ঘনিষ্টদের সূত্রে আরও জানা যায়, মেশকাত সবসময় তার সঙ্গে অস্ত্র বহন করেন। তার লোড করা পিস্তল আনলক করা ছিল। অসাবধানতায় চাপ পড়ে তার পকেট থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে।

ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। সিসিটিভি ফুটেজ দেখতে সূর্যসেন হলের গেটে থাকা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, সিসিটিভি ফুটেজ দেখানোর কিছু আমাদের কাছে নেই। সিসিটিভি দেখতে হল প্রাধ্যক্ষের অনুমতি নিতে হবে।

গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে মেশকাতের রক্ত পরে থাকতে দেখা গেছে। আহত ছাত্রলীগ নেতা মেশকাতের বিরুদ্ধে আগেও অস্ত্র ব্যবহার ও অস্ত্র বহনের অভিযোগ রয়েছে। চুরির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে পুরোপুরি অবগত নই। আমি একজন হলের আবাসিক শিক্ষককে ঢাকা মেডিকেলে বিষয়টি জানার জন্য পাঠিয়েছি।

https://www.youtube.com/watch?time_continue=1&v=hDxfuQ31Jws

 

এমইএইচ/এএস/টিই

  • সর্বশেষ
  • জনপ্রিয়