শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ বিদেশ কর্মস্হানে কাজ করছে সরকার – সচিব রৌনক জাহান

ডেস্ক রিপোর্ট  : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবার্চনে ইশতেহারে প্রতিটি উপজেলা থেকে এক হাজার করে শ্রমিক বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য দালালমুক্ত, দক্ষ, প্রশিক্ষিত শ্রমিকদের বৈধভাবে পাঠানোর জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকসহ সকলকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দতা ও সচেতনতা ‘শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থানের সচিব রৌনক জাহান এসব কথা বলেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও এ ডি সি জেনারেল (সার্বিক)মোঃ বেলায়েত হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় যুগ্ম সচিব নাসরীন জাহান।

এসময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও সাবাদিকগণ উপস্থিত ছিলেন। জি টু জি প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। ৩৫০০০ প্রবাসীকে প্রায় ৪০০শত কোটি টাকা সহজ শর্তে ঋন প্রদান করা হয় প্রবাসী ব্যাংকের মাধ্যমে। প্রতিটি উপজেলা থেকে ১০০০ শ্রমিক বিদেশেী পাঠানো হবে। ময়মনসিংহ জেলার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক বিদেশে যায় গফরগাঁও থেকে। দালাল চক্রের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানো হবে। যাতে করে শ্রমিকরা বিদেশে গিয়ে না ঠকে । দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে প্রায় ৬০ টি ট্রেডে ট্রেনিং দেওয়া হয় এই মন্ত্রনালয়ের মাধ্যমে। জেলা উপজেলা পর্যায়ে প্রশিনের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে সরকারীভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়