শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ পালনের সময় ‘কাফনের মত সাদা কাপড়’ পরার রহস্য

আমিন মুনশি : পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গত ৪ জুলাই শুরু হয়েছে হজ ফ্লাইট। সর্বশেষ পাওয়া তথ্য মতে, এরই মধ্যে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর মধ্যে ৬৯ হাজার ৩২২ জন সৌদিতে পৌঁছেছেন।

হজের এ মুবারক সফরে হাজিদের শরীরে থাকে শুভ্র কাপড়ের ইহরাম। বিশ্বের আনাচে-কানাচে থেকে আগত হাজিরা এই ইহরামের কাপড় পরিধান করে পবিত্র হজ পালন করে থাকেন। তবে হাজিদের কেন শুধু ‘কাফনের মত সাদা কাপড়’ পরতে হয়- এই প্রশ্ন করে থাকেন অনেকে।

হজের সময় যাবতীয় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল সা. তার কাছ থেকে শিখে নেয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিসের বিভিন্ন বিবরণ থেকে আমরা জানতে পারি, হজ চলাকালীন সময়ে রাসূল সা. এ ধরণের কাপড় পরিধান করতেন এবং তার সাহাবিরাও অভিন্ন ধরণের পোশাক পরিধান করতেন। হযরত সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘সাদা পোশাক পরিধান করো। কেননা, তা পবিত্র ও উত্তম। তোমাদের মৃতদের তার দ্বারাই কাফন প্রদান কর।’ (নাসাঈ শরিফ)

তাই হজের সময় আল্লাহর মেহমানরা রাসুল সা.-এর অনুসরণ করেই সাদা পোশাক পরে থাকেন। সম্পাদনা : খালেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়