শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ম পালনে কোনো গোড়ামিকে প্রশ্রয় না দিতে শিক্ষার্থীদের আহ্বান বিজিবি ডিজির

সুজন কৈরী : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ডিজি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে কোনো প্রকার গোড়ামিকে প্রশ্রয় দেবে না। শনিবার বিজিবি সদর দপ্তরের পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (বিএমএআরপিসি) প্রাঙ্গণে ‘নন্দিত তারুণ্যে প্রদীপ্ত রউফিয়ান’ শীর্ষক ‘নবীনবরণ ও ট্যালেন্ট শো’ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিবির ডিজি বলেন, সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার অঙ্গীকারে একাত্ম হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে কোনো প্রকার গোড়ামিকে প্রশ্রয় দেবে না। তিনি আরো বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। তোমাদের বাবা মা অনেক আশা আকাঙ্খা নিয়ে তোমাদের লেখাপড়া করাচ্ছেন। তোমাদের মা বাবার আশা আকাঙ্খার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনে হয় সেই ব্রত নিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রউফ কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে তিনি আশা করেন।

মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ছাত্রছাত্রিদের সতর্ক করে বলেন, বিজিবিসহ যে-কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই তোমাদের মাদক থেকে সব সময় দূরে থাকতে হবে। বিজিবির দুই বীরশ্রেষ্ঠের নামে পিলখানার দুইটি প্রতিষ্ঠানের নামকরণ বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা উল্লেখ করে তিনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।

এর আগে অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীন বরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম, বিজিবির কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়