শিরোনাম
◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ১৩০ জনের মনোনয়ন প্রত্যাহার ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু সোমবার ◈ প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনোর দাফন সোমবার ◈ লু’র সফরে আগ্রহ নেই বিএনপির, বৈঠকও হবে না ◈ ভারতে মুসলিমদের সংখ্যাবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিতর্কিত প্রতিবেদন ◈ আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে: রিজভী ◈ সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনে গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন ◈ স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া ◈ জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান: আপিল বিভাগ

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলে সিনিয়রদের ক্রিকেটজ্ঞান খুবই কম, বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুনভাবে বিশ্লেষণ করা হচ্ছে পাকিস্তান দলকে নিয়ে। দলের অতীত-বর্তমান নিয়ে কথা বলেছেন দেশের তারকারা। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বক্তব্যের মধ্যে নতুন করে হাটে হাড়ি ভাঙলেন স্পিডস্টার শোয়েব আখতার। তার মতে পাকিস্তান দলে সিনিয়র ক্রিকেটারদের ক্রিকেটীয় জ্ঞান অনেক কম। কিন্তু দলকে আধুনিক হতে হলে সেটা থাকা আবশ্যক।

বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বিদায় নিতে হয়েছে। এরপর থেকেই মুণ্ডুপাত চলছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। কোচ মিকি আর্থার যেকোনো সময় ছাঁটাই হতে পারেন বলে গুঞ্জন চলছে দেশটির সংবাদমাধ্যমে। এর মধ্যে ইউটিউবে পাকিস্তানের ভবিষ্যৎ কৌশল নিয়ে কথা বলেছেন শোয়েব।
শোয়েব আখতার বলেন, ‘তারকা ইমেজ রয়েছে- এমন আধুনিক ক্রিকেটার খুঁজতে বলেছি পাকিস্তানকে। তারা দলের মানসিকতা পাল্টে দিতে পারবে, কারণ আধুনিক ক্রিকেট সমন্ধে তারা জানে।’ ভালো দল বানাতে ‘তারকা’ ম্যানেজমেন্টের বিকল্প নেই বলেই মনে করেন শোয়েব, ‘তারকা ইমেজ রয়েছে—এমন ম্যানেজমেন্ট না থাকলে বিজয়ী দল গড়া যায় না, তারকা বানানোও সম্ভব হয় না। ’

বর্তমান টিম ম্যানেজমেন্ট নিয়ে মোটেও সন্তুষ্ট নন ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির এ পেসার। অসন্তোষ জানাতে গিয়েই বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন শোয়েব। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত- এমন চার সিনিয়রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চার সিনিয়র তারকাকে জিজ্ঞেস করেছিলাম, তৃতীয় পাওয়ার-প্লেতে সার্কেলের বাইরে কজন ফিল্ডার থাকে? তারা বলতে পারেনি। অথচ তারা সবাই পাকিস্তানের হয়ে কোচিং করাতে চায়। নিজেদের তারকা ইমেজ পুঁজি করে কোচ হতে চায়।’

সম্পাদনা : এল আর বাদল/ রাকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়