শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটের পলি ব্যাগ উৎপাদনের জন্য শিল্পপতিদের প্রতি বি. চৌধুরীর আহ্বান

ইউসুফ আলী বাচ্চু : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী পাটের তৈরি পলি ব্যাগ ‘সোনালী ব্যাগের’ বাণিজ্যিক উৎপাদন শুরুর জন্য দেশের শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পাটের বহুমুখি ব্যবহার নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি গ্রহণের জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা কামনা করেন।

বি. চৌধুরী ২০ জুলাই শনিবার বিকালে রাজধানীর বনানীতে বাংলাদেশের প্রথম বেসরকারি পাটপণ্য গবেষণা ও নকশা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।
পাট গবেষণা ও নকশা কেন্দ্রের প্রধান নির্বাহী ও পাটশালা’র চেয়ারম্যান সরদার শামস আল মামুনের (চাষী মামুন) সভাপাতিত্বে আায়েজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা পাট বিশেষজ্ঞ ড. মুবারক আহমদ খান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মো. নাসিমুল গণি, পাট গবেষণা ইনস্টিটউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষক আবদুল্লা আল মামুন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বি. চৌধুরী বলেন, পাট নিয়ে অহংকার করার মতো অনেক কিছু আছে। বর্তমানে বিশ্বে পাটের হারানো মর্যাদা আবার ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সময় মতো সঠিক কাজটি করতে পারলে দ্রুততম সময়ে পাটের নতুন নতুন পণ্য তৈরি সম্ভব হবে। তবে পাটের বহুমুখি ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যাপক গবেষণা কার্যক্রম চালাতে হবে এবং এর জন্য থাকতে হবে রাজনৈতিক কর্মসূচি। সরকারের দায়িত্ব হবে অন্যান্য উন্নয়নের পাশাপাশি পাটকে উচ্চস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রচেষ্টা জেরদার করতে হবে।

পাট বিশেষজ্ঞ ড. মুবারক আহমদ খান উদ্ভাভিত পাটের পলিব্যাগ ‘সোনালী ব্যাগ’কে (প্রধানমন্ত্রীর দেওয়া নাম) যুগান্তকারী আবিষ্কার উল্লেখ করে বি চৌধুরী বলেন, এখন এই ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রাণঘাতি পলিথিনকে ধ্বংস করতেই হবে। যদিও সরকার এই পলিথিন বহু আগেই নিষিদ্ধ করেছে , কিন্তু তবুও এর ব্যবহার এখনো বন্ধ হয়নি।

জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা পাট বিশেষজ্ঞ ড. মুবারক আহমদ খান বলেন, সমীক্ষার উল্লেখ করে বলেন আটলান্তিক মহাসাগরে যে পরিমাণ পলিথিন জমেছে তাতে ফ্রান্সের মতো দুটো দেমে সমান হবে। মানবদেহের জন্য পলিথিনকে প্রাণঘাতি উল্লেখ করে এই পাট বিশেষজ্ঞ বলেন, আমাদের দেশে গবেষণা দেখা গেছে, গবাদিপশুর পেটে বহু পলিথিন ব্যাগের উপস্থিতি পাওয়া গেছে, কারণ পলিথিন কখনো বিনষ্ট হয় না। অপদিকে নিজের উদ্ধাবিত পাটের পলি ব্যাগ ব্যবহারের পর সহজেই বিনষ্ট হয়ে যায়। সম্পাদনা : সাজিয়া / রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়