শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার কারণে কোরবানির পশু নিয়ে দুর্ভোগে উত্তরাঞ্চলের খামারিরা

মো: বেলাল হোসেন: বন্যার কারণে কোরবানির পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের খামারিরা। খেত খামার, খড়ের গাদা তলিয়ে যাওয়ায় পর্যাপ্ত খাবার পাচ্ছে না এসব পশু। মোটাতাজা না থাকলে ঈদে ভালো দাম পাওয়া নিয়ে রয়েছে সংশয়। কিছু জায়গায় চুরি হচ্ছে বলেও অভিযোগ খামারিদের। তবে তাদের সহায়তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ইনডিপিন্ডেট:১৪.০০

জুলাইয়ের শুরুতেই উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়ায় তলিয়ে যেতে শুরু করে চরাঞ্চল। পরে বন্যা ভয়াবহ রূপ নেয় গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জসহ কয়েক জেলায়।

পানি ঢুকেছে ঘরে, তলিয়ে গেছে মাঠ ও ফসলি জমি। দুর্গতদের অনেকের ঠাঁই হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তা ও অস্থায়ী আশ্রায়কেন্দ্রে সেখানেই কোনোমতে রাখা হয়েছে কোরবানির জন্য পালন করা গরু-ছাগল। ভিজে নষ্ট হয়েছে খড়ের গাদা। এ ছাড়া অন্যান্য গো-খাদ্যের সংকটে বিপাকে পড়েছেন খামারিরা।

গাইবান্ধার দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, খামারিদের লোকসান কাটাতে নেয়া হবে উদ্যোগ। বিষয়টি তুলে ধরা হবে মন্ত্রণালয়ের বৈঠকে।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির হিসাবে, বর্তমানে তিস্তা ও ব্রহ্মপূত্র অববাহিকায় উত্তরের চরাঞ্চলে বিক্রির উপযুক্ত গবাদি পশু কমপক্ষে ১০ লাখ। বন্যা পরিস্থিতিতে এসব পশু রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি খামারিদের। সম্পাদনা: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়