শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃতি ও মানুষের সংযোগ স্থাপনের বৈচিত্র্য নিয়ে ভিজ্যুয়াল চিত্র প্রদর্শনী ‘আনসিন’

রেন্টিনা চাকমা : প্রকৃতি ও মানুষের সংযোগ স্থাপন নিয়ে ভিজ্যুয়াল চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বেঙ্গল শিল্পালয় গ্যালারির কামরুল হাসান এক্সিবিশন হলে প্রদর্শনীটি শুরু হয়েছে ২২জুন।

প্রকৃতি ও মানুষের ভাবনাকে ঘিরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বর্মি এলাকায় এক আর্ট ক্যা¤েপ যান একদল ছেলেমেয়ে। সেখান থেকেই ফলাফল হিসেবে তাঁরা পেয়ে যান ‘আনসিন’। প্রদর্শনীটির কিউরেটর মুস্তফা জামান ও শর্মিলি রহমান। এতে প্রকৃতি ও মানুষকে ঘিরে যাদের ভিজ্যুয়াল চিত্র রয়েছে তাঁরা হলেন, আব্দুস সালাম, আবির সোম, ইমরান সোহেল, হাদি উদ্দিন, জুয়েল এ রব, মার্জিয়া ফারহানা, মিজানুর রহমান চৌধুরী, মুসÍফা জামান, রাজিব দত্ত, সানজিদ মাহমুদ, শিরীন আখতার, সায়িদ মুহাম্মদ জাকির এবং ইয়াসমিন জাহান নুপুর।

প্রদর্শনীটি প্রসঙ্গে কিউরেটর শর্মিলি রহমান বলেন, তেরোজন শিল্পী প্রকৃতি ও পরিবেশের সঙ্গে একপ্রকার বাজি ধরে ‘আনসিন’ তৈরি করেছে। টেলিস্কোপিং এর সময় এবং জায়গা সবখানে ছিল চ্যালেঞ্জ। মানুষ এবং প্রকৃতির স¤পর্ককে বোঝানোর জন্য এভাবে ঝুঁকি নিয়ে শিল্পীরা নিজেদের উপলব্ধিকে তুলে ধরেছে।

প্রদর্শনীটিতে অংশ নেয়া শিল্পী আবির সোম বলেন, প্রকৃতিকে যখন মানুষ অবলোকন করে তখন বিভিন্নজন বিভিন্ন আঙ্গিকে দর্শন করে। আমাদের এই আয়োজনটাও ঠিক সেরকম।

এছাড়া এতে অংশ নেওয়া আরেক শিল্পী মার্জিয়া ফারহানা তাঁর ভাস্কর্য ‘দি আনটোল্ড স্টোরি অব থিংস’ প্রসঙ্গে বলেন, একটা বস্তুর ভিতরে অনেক বস্তু থাকে।এখানে আমি এলুমিনিয়াম প্লেট, টিনের টুকরো স্তুপাকারে ব্যবহার করেছি। বিভিন্ন জার্নাল ও সংবাদপত্র ঘেঁটে টিনের সঙ্গে কিছু শিরোনাম গেঁথে দিয়েছি। যেমন- ‘লিভিং মেমোরি অফ টাইম’,‘বডি এজ কালেকটিভ’ ইত্যাদি। যা আসলে সত্য প্রকাশের জন্য, এখনকার সময়ের জন্য প্রযোজ্য।
প্রদর্শনীটি শেষ হবে ৩আগস্ট। দেখা যাবে দুপুর ১২টা থেকে রাত ৮টা।

সম্পাদনা : মিঠুন রাকসাম/ইয়াসমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়