শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াইয়ের আভাস দিয়ে লঙ্কায় উড়াল দিলো তামিমবাহিনী

আক্তারুজ্জামান : শেষ মুহূর্তে এসে বাংলাদেশ দলের দায়িত্ব পড়েছে তামিম ইকবালের কাঁধে। পুরোনো হ্যামস্ট্রিং চোটে নতুন আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া হলো না মাশরাফি বিন মুর্তজার। ক্যাপ্টেন ম্যাশকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। স্কোয়াডে থাকা ১৪ জনের মধ্যে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে ছাড়াই লঙ্কায় উড়াল দিয়েছে টাইগাররা।
আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১৪ সদস্যের দল থেকে শুক্রবার অনুশীলনের সময় চোট অনুভব করায় ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন। এ দুজনের জায়গায় তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজা দলে এসেছেন।

তাসকিন ভারতে ড: থিয়াম্মাপা টুর্নামেন্ট খেলছে বিসিবি একাদশের হয়ে, আর ফরহাদ রেজা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলছেন ওডিআই সিরিজ।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তামিম জানিয়েছেন এ সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তার আশা শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশ।
তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় এই সিরিজে অনেক চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কা তাদের ঘরের কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে দেখেছি আমরা অনেক ভালো করেছি। এবারও ভালো না করার কোনো কারণ খুঁজে পাই না। আমি সামনের কথা মাথায় নিয়ে এগোচ্ছি। ইতিবাচক দিক খুঁজে নেয়ার চেষ্টা করছি। যেটা বললাম আমাদের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ এবং আশা করছি দল হিসেবে আমরা ভালো করবো।’

বাংলাদেশ দল আজ পৌঁছানোর পর টানা দুদিন অনুশীলন করবে। ২৩ জুলাই একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে কলম্বোয় লঙ্কানদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। বাকি দুটি ম্যাচের একটি ২৮ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

সম্পাদনা : ইকবাল খান ও এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়