শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন মিলার

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষের দিকে বসতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। এই আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলারকে দলে ভেড়াচ্ছে ঢাকা ডাইনামাইটস।

প্রোটিয়া এই ক্রিকেটার মূলত টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। আধুনিক ক্রিকেটে তার রয়েছে আকাশচুম্বী চাহিদা। তাই বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে মাঠ দাপিয়ে বেড়ান। স্বীকৃত প্রায় সবগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই অংশ নিয়েছেন তিনি।

দ.আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিলার। মোট ২৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার রয়েছে তিনটি শতক ও ২৯টি অর্ধ-শতক।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার মূলত একজন আগ্রাসী মিডল অর্ডার ব্যাটসম্যান। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য খ্যাতি রয়েছে তার। ঢাকার জার্সি গায়ে প্রথমবারের মত মাঠ মাতাতে যাওয়া মিলার এর আগে বিপিএলের একটি আসরে খেলেছেন।

২০১৩ সালের সেই আসরে তাকে দলে নিয়েছিল ‘সাবেক’ দল চিটাগং ভাই কিংস। খুব বেশি ম্যাচ অবশ্য খেলা হয়নি। ৩ ম্যাচের ৩ ইনিংসে ব্যাট হাতে নেমে পরিসংখ্যানও সমৃদ্ধ করতে পারেননি, করেছিলেন মাত্র ৪১ রান। তবে সময়ের পরিক্রমায় মিলার এখন আরও পরিণত। তাই ‘মিলার শো’ এর প্রত্যাশা করতেই পারেন বিপিএলের দর্শকরা! সম্পাদনা : হাকিম/রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়