শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ দেয়ার পরও কমেনি দুর্ভোগ

হ্যাপি আক্তার : বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়ার পরও পাহাড়ি ঢল ও বন্যার হাত থেকে নিস্তার পায়নি ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলাবাসী। এবার বর্ষা মৌসুমে বেড়েছে দুর্ভোগ। ডিবিসি নিউজ, ৯:০০।

এদিকে, বাঁধ তৈরির ৭ বছরেই ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

২০১২ সালে বর্ষা মৌসুমে উজানের ঢল থেকে রক্ষা পেতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করা হয়। ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি ভেঙেছে ৭ বছরেই, ফলে বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী মানুষ।
২০০৪-০৫ অর্থবছরে বাঁধটি নির্মাণের পর থেকে কয়েক দফায় হয়েছে সংস্কার। বার বার সংস্কারেও বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছেন না স্থানীয়রা।

কিছু দিন আগে বাঁধের ১২টি জায়গা ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর ১৭টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, বাঁধ ভেঙে এলাকায় বন্যার হচ্ছে। অদুর অভিষ্যতে হয় তো গ্রামটি হারিয়ে যাবে। শুকনো মৌসুমে কেউ আসে না, তবে বন্যার সময় কর্মকর্তারা আসেন।

বাঁধের দেড় শতাধিক ভাঙন মেরামতেই পানি উন্নয়ন বোর্ডের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকায়। তবে এতে কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ ভুক্তভোগীদের।

বার বার মেরামতের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ বলেন, বাঁধটি অন্য জায়গায় সরিয়ে নেয়ার পাশাপাশি আরো শক্তিশালী করার জন্য কাজ হাতে নেয়া হয়েছে।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, এবারও মুহুরি ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৩টি স্থানে ভাঙন মেরামতের কাজ চলছে। সম্পাদনা : রাশিদুল/সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়