শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করুনারত্নেকে অধিনায়ক করে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই সিরিজের দিমুথ করুনারত্নেকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৮ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৩১ জুলাই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাইবে লঙ্কানরা।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দলে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শনাকা, লাহিরু কুমারা, শেহান জয়াসুরিয়া। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন জীবন মেন্ডিস, মিলিন্ডা সিরিবর্ধনে, সুরাঙ্গা লাকমল এবং জেফরি ভ্যান্ডারসে।

দলের বোলিং বিভাগের দায়িত্ব নিবেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। বাংলাদেশ সফরের পরই অবসরে যাবেন দেশটির অভিজ্ঞ পেসার মালিঙ্গা। ব্যাটিং বিভাগে রয়েছেন দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা মতো অভিজ্ঞরা।

শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিশকা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, দানুশকা গুনাথিলাকা, শিহান জয়াসুরিয়া, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিল ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, আমিলা আপোনসো, দাসুন শনাকা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশাঙ্কা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নুয়ান প্রদিপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়