শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিন্নি অপরাধী কিনা দেশের আইন-আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে, তবে আমাদের অবস্থান আইনের স্বাভাবিক প্রয়োগ

মুনশি জাকির হোসেন : অনেকেরই অজ্ঞতাজনিত ধারণা হচ্ছে, আয়েশা সিদ্দিকা মিন্নির জন্য কথা বলার অর্থই মিন্নিকে দায়মুক্তি দেয়া। মিন্নি মেয়ে। এই জন্য মিন্নির অপরাধ লঘু করার চেষ্টা। তাদের জন্য সরাসরি উত্তর হচ্ছে, মিন্নি অপরাধী কি অপরাধী না সেটি দেশের আইন-আদালতের মাধ্যমেই প্রমাণিত/নির্ধারিত হবে। তাহলে আমাদের অবস্থান কী? অবস্থান যথেষ্ট পরিষ্কার আইনের, আদালতের স্বাভাবিক প্রয়োগ। মিন্নির ঘটনায় সেই স্বাভাবিক গতি তো নেই-ই। উল্টো অপপ্রয়োগ, অপকৌশল, অপপ্রচার সব কিছুই হচ্ছে। বরগুনা জেলা আদালতের একজন আইনজীবীও মিন্নির পক্ষে আদালতে উপস্থিত হননি! অথচ আইনি সেবা পাওয়া প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার। এটি দেখে অনেকের কাছে স্বাভাবিক ঘটনা মনে হতে পারে। আসলে এটি হবে আইনজীবীদের উপস্থিত হতে দেয়া হয়নি। পরিস্থিতি কতোটা খারাপ হলে, কতোটা প্রতিকূল হলে, গডফাদারদের দৌরাত্ম্য কতোটা বিস্তৃত হলে এটি সম্ভব।

একটি সোজা প্রসঙ্গ আনছি, এই মেয়ে মন্ত্রী/এমপির/শিল্পপতির মেয়ে হলে আপনার অবস্থান কি হতো? থানা, পুলিশ, আইন, আইনজীবী, আদালতের ভূমিকা কি হতো? কতোটা বেপরোয়া হলে একটি সাধারণ মেয়ের গ্রেপ্তারের জন্য সংসদীয় কমিটিতে আলোচনা হতে পারে। একটি জেলা শহরে, বিভিন্ন কারণে কয়েকজনের পূর্বাপর যোগাযোগ, কথোপকথন, কথিত ভিডিওর বডি ল্যাংগুয়েজ, সাইন ল্যাংগুয়েজকে একটি হত্যাকা-ের মামলায় গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এগুলো ফৌজদারি মামলাতে কতোটা ভিত্তিহীন সেটি যারা ফৌজদারি আইন, আদালত সম্পর্কে অবগত তারা ছাড়া বাইরের কেউ তেমন বুঝবে না।  এখানে স্পেকুলেশনের কোনোও মূল্য নেই। দিনের আলোতে প্রকাশ্যে একটি হত্যাকা-ের ২০ দিন পরে এসে পুলিশ মোবাইলের কল লিস্ট, ফেসবুকের আলাপ, ছবি, বডি ল্যাংগুয়েজকে প্রাসঙ্গিক মনে করছে। যেখানে প্রধানতম সাক্ষীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মূলত এই মামলা এখানেই শেষ। এগুলো হচ্ছে একটি কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক, পছন্দমতো একটি গল্প তৈরি করা। যে গল্পের প্রতি এদেশের অধিকাংশ মানুষের ভীষণ আগ্রহ থাকে। মিন্নির বিষয় একটি উপলক্ষ মাত্র। আমাদের মূল বক্তব্য হলো আইনের শাসন, আইনের প্রভাবমুক্ত প্রয়োগ, পুলিশের নিরপেক্ষ আচরণ। অদৃশ্য ক্ষমতা, মন্ত্রী, এমপি, গডফাদারদের প্রভাব থেকে দেশের পুলিশ, আইন, আদালতকে রক্ষা করা। আইনকে স্বাভাবিকভাবে চলতে দেয়া।  নুসরাতের পুড়িয়ে মারার ঘটনায় স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি হস্তক্ষেপ না করলে মেয়েটিকে চরিত্রহীন বানিয়ে দেয়া হতো। তখন এই বক্তব্যকে আমার তেমন পছন্দ হয়নি। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী কেন এই সাধারণ বিষয়ে কথা বলবেন। আজকে মিন্নির ঘটনায় সেটির প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়