শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচাবাজারে অস্ত্র কেনা-বেচা, ৬টি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মাসুদ  আলম : রাজধানীর শ্যামপুর থানার গেণ্ডারিয়া কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৬টি বিদেশি অস্ত্রসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ১০টায় তাদের গ্রেফতার করা হয়।  অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান।

তিনি বলেন, অস্ত্র কেনা-বেচা করতে একদল অস্ত্র ব্যবসায়ী একত্রিত হন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ঘিরে ফেলে, ধস্তাধস্তির একপর্যায়ে ৩ অস্ত্র ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয় পুলিশ। অস্ত্র ব্যবসায়ীরা হলেন- মো. রাজু গাজী (৪৩), মিনহাজুল ইসলাম (২৮) ও শওকত হোসেন (৩৮)। তাদের কাছে থাকা কালো ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, সাতটি ম্যাগাজিন ও ১২৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান, এসআই সোহাগ চৌধুরী ও এএসআই মাসুম বিল্লাহ্ আহত হয়েছেন।

ডিসি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলোতে গুলি লোড করা ছিল। তবে এখন পর্যন্ত জানা যায়নি, অস্ত্রগুলো কার কাছে যাচ্ছিল। এই অস্ত্র ব্যবসায়ীদের দল থাকা ৩/৪ জন পালিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়