শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে

স্বপ্না চক্রবর্তী :গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে তিনি লন্ডন পৌঁছেন। বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শনিবার লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন তিনি।

১৮ দিনের এ সফর প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান মেয়াদের দীর্ঘ সফর হলেও এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার ওয়াশিংটন ডিসির মিয়ামিতে গলবøাডারের অপারেশনের কারণে ২০ দিনের বেশি থেকেছেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম জানান, ওই সফরের সময় প্রধানমন্ত্রী ২০ দিনের বেশি দেশের বাইরে ছিলেন। ওয়াশিংটনের একটি হাসপাতালে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর ২০১৭, সকাল ৬টা) তার সেসময় অস্ত্রোপচার করা হয়।

জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে ১৩ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যান। জাতিসংঘের এ অধিবেশনে যোগদানের পরে ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান। এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পরে লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে ফেরার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সফর দীর্ঘ হয়।

জানা যায়, এর আগেও তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সন্তান জন্মের সময় মিয়ামিতে অবস্থান করেছিলেন ২০দিনেরও বেশি।সম্পাদনা দেবদুলাল মুন্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়