শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো টি-টুয়েন্টি লিগে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এ আর নতুন কোনও কথা না। ফুটবলের আধিপত্য বিস্তার করা ইউরোপেও দেখা মিলবে এ ধরনের টুর্নামেন্ট। প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ইউরো টি-২০ ক্রিকেট লিগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরের আয়োজক আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড। তিন দেশের মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এই আসরে। লন্ডনে শুরু হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট।

তিন দেশে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে মোট ৩৩টি ম্যাচ। এই আসর শুরু হবে নেদারল্যান্ড থেকে ৩০ আগস্ট আর শেষটা ২২ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে। বিশ্বে ক্রিকেট খেলুড়ে ২২ দেশ থেকে প্রায় ৭০০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেন এই লিগে খেলার জন্য।

বিদেশী ক্রিকেটারদের তালিকা থেকে লিগে দল পেয়েছেন অনেক উজ্জ্বল মুখ। সদ্যই বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান আছেন ডাবলিন চিফসে। দলটির আইকন বাবর আজম। এছাড়াও নামকরা ক্রিকেটাররা আছেন দলগুলোর আইকনের তালিকায়। ইতিমধ্যে কোচও নিয়োগ দিয়ে ফেলেছে একটি দল। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবসকে প্রধান কোচ বানিয়েছে রটারডাম রাইনোস।
ছয় ফ্র্যাঞ্চাইজি ও তাদের আইকন খেলোয়াড় : আমস্টারডাম নাইট (ইমরান তাহির), বেলফাস্ট টাইটান্স (শহীদ আফ্রিদি), ডাবলিন চিফস (বাবর আজম), এডিনবার্গ রকস (মার্টিন গাপটিল), গ্লাসগো জায়ান্টস (ব্রেন্ডন ম্যাককালাম), রোটারডাম রাইনোস (রশিদ খান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়