শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঞ্জেকারের বিশ্বকাপ একাদশেও সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই একাদশ ঘোষণা করেছিলেন। এ ধারাবাহিকতায় জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার চমক দেখিয়ে তার একাদশ ঘোষণা করেন। তিনজন ভারতীয় সহ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে সাজিয়েছেন তার একাদশ।

ভারতীয় এ ধারাভাষ্যকার তার বিশ্বকাপ একাদশে ওপেনিংয়ে রাখেন রোহিত শর্মা ও জেসন রয়কে। এই ইংলিশ ওপেনার টুর্নামেন্টের মধ্যে চোটের কারণে সবগুলো ম্যাচ খেলতে পারেননি। তবে ঠিকই ছন্দ ধরে রেখেছিলেন তিনি।

ব্যাটিং অর্ডারের ৩ নং পজিশনে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব। ৮ ম্যাচে ব্যাট হাতে ৬০৬ রানের সাথে বল হাতেও শিকার করেছেন ১১ উইকেট। টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যাটিং গড়ও এই বাঁহাতি ক্রিকেটারের।

বেশির ভাগ বিশ্বকাপ একাদশে জায়গা না পেলেও মাঞ্জেকারের একাদশে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন অনুমিতভাবেই। উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকেই বেছে নিয়েছেন মাঞ্জেকার। এই একাদশে চমক হিসেবে আছেন কিউই বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এই বাঁহাতি স্পিনার টুর্নামেন্টে মাত্র ৬টি উইকেট শিকার করেছেন। তবে দারুণ কিপটে করার দক্ষতা দেখিয়েছেন তিনি।

পেস আক্রমণে পাকিস্তানি তরুণ শাহিন শাহ আফ্রিদিকেও বেছে নিয়েছেন মাঞ্জেকার। তবে তার থেকেও বড় চমক, ইংলিশ ব্যাটিং অলরাউন্ডারে বেন স্টোকসের না থাকা। টুর্নামেন্ট জুড়ে দারুণ লড়াকু ব্যাটিং করে যাওয়া স্টোকস গলাতে পারেননি মাঞ্জেকারের মন।

শাহিন ছাড়াও একাদশে পেস আক্রমণের দায়িত্বে আছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ ও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি মিচেল স্টার্ক।

মাঞ্জেকারের বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), জোফরা আর্চার (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জাসপ্রীত বুমরাহ (ভারত), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়