শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিন্নির নিরাপত্তা নিশ্চিত ও রিফাত হত্যার স্বচ্ছ প্রভাবমুক্ত বিচার চায় বাংলাদেশ মহিলা পরিষদ

আরিফা রাখি : ১৬ জুলাই মঙ্গলবার বরগুনায় প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্নিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারের বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে বলেছে, তারা অপরাধীর বিচার চায় বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ০০৭ বন্ড বাহিনী গড়ে ওঠা, বড় ধরনের খুন, মাদক ব্যবসায় তরুণদের সম্পৃক্ততা; এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন আছে। দ্রুত গতিতে আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডে নেয়া হলো, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত এসপির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মিন্নি জড়িত থাকার সত্যতা পাওয়া গিয়েছে।

মহিলা পরিষদ তাদের বিবৃতিতে আরো বলেছে, আমাদের বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সময়ে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। দেশের আইনজ্ঞ যারা আইনের ব্যাখ্যা করেন তাদের মধ্যে জেন্ডার সংবেদনশীলতা কতটুকু আছে তা জানা দরকার। বহু গুরুতর অপরাধ, শত খুনের আসামির পাশেও তারা দাঁড়ান। নারী নির্যাতন না শুধু হত্যাকারীদের পাশেও দাঁড়ান। বহু হত্যাকাণ্ডে তারা আসামির পাশে দাঁড়িয়ে বলেছেন যে, মানবাধিকার নীতিমালা অনুযায়ী আসামিরও লিগ্যাল প্রটেকশন পাওয়ার অধিকার আছে। তাই বাংলাদেশ মহিলা পরিষদ আশা করে, এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ, আইনানুগ, স্বচ্ছ তদন্ত হবে এবং আসামি মিন্নিও ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চিত করা হবে।।

বাংলাদেশ মহিলা পরিষদের দাবি এখানে যেন স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, উচ্চমহলের প্রভাবমুক্ত, রাজনীতিক চাপমুক্ত, উচ্চ প্রশাসনিক চাপমুক্ত বিচারিক প্রক্রিয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়