শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির হল অফ ফ্রেম’এ শচীন, ডোনাল্ড ও ক্যাথরিন

স্পোর্টস ডেস্ক : এবারের আইসিসির হল অব ফ্রেম’এ নতুন করে নিযুক্ত হলেন ভারতের শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিাকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক। লন্ডনে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় করিয়ে দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৯ হল অব ফ্রেমে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ষষ্ঠ ভারতীয় হিসেবে এ তালিকায় নাম লেখালেন শচিন। আইসিসির এ তালিকায় নাম লেখানোর প্রথম শর্ত হল ক্রিকেটারকে কমপক্ষে ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হতে হবে। ২০১৩ সালের নভেম্বরে অবসরে যাওয়া ভারতীয় কিংবদন্তির তাই এই তালিকায় নাম তুলতে এত সময় লেগে গেল। ভারতের হয়ে এ তারকা ব্যাটসম্যানের সংগ্রহ ৩৪ হাজার ৩৪৭ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি শতক করার রেকর্ড তার দখলে। এছাড়া তারদখলে আছে ২০০টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার এ ফাস্ট বোলার দেশের হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি একদিনের ম্যাচ খেলা এই বোলারের দখলে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট। টেস্ট ক্রিকেটে এখনো প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

অষ্টম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম’এ জায়গা করে নিয়েছেন ক্যাথরিন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি বিশ্বকাপ (১৯৯৭ ও ২০০৫) এবং কোচ হিসেবে একটি একদিনের বিশ্বকাপ ও ২টি টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া ১৩টি টেস্টে ক্যাথরিন শিকার করেছেন ৬০টি উইকেট। ১০৯টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮০ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়