শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৫:১৬ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিন্নিকে আইনি সহায়তা না দেয়ায় নাগরিক অধিকার লঙ্ঘন হচ্ছে মনে করেন খুশি কবির

লিয়ন মীর : বরগুনায় সন্ত্রাসীদের হাতে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা না দেয়ায় মিন্নির নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, প্রতিটি ব্যক্তির আইনগত সহায়তা পাওয়া সাংবিধানিক এবং নাগরিক অধিকার। কিন্তু মিন্নিকে এই অধিকার থেকে বঞ্চিত করা সংবিধান এবং মানবাধিকারের লঙ্ঘন।

তিনি বলেন, যুদ্ধাপরাধী, খুনি, ধর্ষকের পক্ষেও আমরা বড় বড় আইনজীবীদের দাঁড়াতে দেখছি, কিন্তু মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াচ্ছে না। মিন্নি এমন কি অপরাধ করেছে যে, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। মিন্নির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা তো এখনো প্রমাণিত হয়নি। প্রমাণ হলেও মিন্নির আইনগত সহায়তা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে, মিন্নির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার আগেই অনেকে তাকে অপরাধী বানিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়, অনৈতিক। মিন্নির আইনি সহায়তা পাওয়ার সাংবিধানিক এবং মানবিক অধিকার রয়েছে, তাকে তার এই অধিকার দিতেই হবে। এটা তার প্রাপ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়