শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধীরে ধীরে শিক্ষার মানোন্নয়ন হবে বলে মনে করেন ড. অজয় রায়

আমিরুল ইসলাম : শিক্ষাবিদ ড. অজয় রায় বলেছেন, শিক্ষার মানের উন্নয়নটা আপেক্ষিক ব্যাপার। ধীরে ধীরে শিক্ষার মান উন্নত হবে। প্রথমেই মানের উন্নয়ন চাইলে হবে না।

তিনি বলেন, গতবারের তুলনায় এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল অনেক ভালো হয়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করলে, শিক্ষকরা আরেকটু গুরুত্ব দিয়ে পড়ালে, পরিচালনা কমিটি ভালো করে দেখভাল করলে ছেলেমেয়েরা আরো ভালো করবে। কলেজের কাঠামোগত দিক ঠিকঠাক থাকতে হবে। কলেজে যাওয়ার সুবিধা থাকতে হবে, ছেলেমেয়েদের বিশেষ করে মেয়েদের জন্য টয়েলেটের সুব্যবস্থা থাকার বিষয়টি পরিচালনা কমিটিকে দেখতে হবে। আশেপাশের বড় বড় মানুষ যারা আছে তাদের চাঁদা দিয়ে কলেজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে। এসব করা গেলে ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়বে। শিক্ষার মান আপেক্ষিক ব্যাপার। কার সঙ্গে শিক্ষার মানের তুলনা করবেন? ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ভারতের অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের মান আমাদের মানের কাছাকাছি। মান উন্নয়ন করতে হলে ছাত্রদের পরিচালনা ভালো করে করতে হবে। পাঠ্যবই যাতে সহজে পায়। পাঠ্যবইয়ের বিষয়বস্তু যেন ছেলেমেয়েরা সহজে বুঝতে পারে সেজন্য শিক্ষক মহোদয়ের সহায়তা করতে হবে। গরিব ছাত্রদেরকে তাদের কলেজ থেকে সহায়তা করতে হবে। দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়