শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার সুমন বললেন, মিন্নির আইনজীবী না পাওয়া দুঃখজনক

আশিক রহমান: সামাজের বিভিন্ন ঘটনা লাইভ করে আলোচিত সমাজকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, সমাজে যখনই কোনো অসংগতি দেখতে পাই তা তুলে ধরার চেষ্টা করি। আইনগত কোনো সমস্যা নিয়ে যদি কেউ হাইকোর্টে আসেন, যদি আমার সহযোগিতার প্রয়োজন পড়ে, তাহলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো। মিন্নির মামলাও যদি হাইকোর্টে আসে, আমার সহযোগিতা দরকার পড়ে, সেটা আমি করবো। তবে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী না পাওয়া দুঃখজনক। তার পক্ষে কেউ না কেউ দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, আমি ওখানকার আইনজীবী নই, সেখানে যাওয়ার মতো অবস্থানেও নেই আমি। চাইলে তো স্থানীয় আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াতে পারেন। আমাদের এখানে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, গ্রেনেড হামলার আসামির পক্ষেও আইনজীবী পাওয়া যায়, আইনজীবীরা সেসব মামলা লড়তে যান, তাহলে মিন্নির পক্ষে আইনি লড়াই করবেন না কেন? এখনো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। সিনিয়র আইনজীবীরা না হলেও জুনিয়রদেরও তো তার পক্ষে লড়ার কথা। আমি জানি না কেন, কী কারণে মিন্নির পক্ষে আইনি লড়াইয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।

আইনে আছে, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে সরকার তার পক্ষে কাউকে নিয়োগ দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়