শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন বিদায় চাইনি’

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়েকে দুর্নীতির দায়ে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর তাই জিম্বাবুয়ে ক্রিকেটার সিকান্দার রাজা আবেগঘন বার্তায় তার বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। যদিও তার অবসরের বিষয়টি পরিস্কার করেননি, তবে এক টুইটে নিজের হতাশার কথা জানিয়েছেন এ ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী তিন মাসের মধ্যে দেশটির ক্রিকেট বোর্ডকে সব নিয়ম মেনে সুগঠিত করার আহ্বান করা হয়েছে। আর সাময়িক এই নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়তে পারে। রাজা সম্ভবত শেষের ডাক দেওয়ার জন্য বিশ্বকাপের অপেক্ষায়ই ছিলেন। স্বপ্নভঙ্গ হওয়ার শঙ্কা মাথায় নিয়ে তাই জানালেন- এভাবে বিদায় নিতে চাননি তিনি!

নিজের অফিশিয়াল একাউন্টে এক টুইট বার্তায় ১২টি টেস্ট, ৯৭টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘কীভাবে একটি সিদ্ধান্ত একটি দলকে আগন্তুক বানিয়ে দিল। কীভাবে একটি সিদ্ধান্ত অনেক মানুষকে বেকার করে ফেলল। কীভাবে একটি সিদ্ধান্ত অনেক পরিবারকে প্রভাবিত করল। কীভাবে একটি সিদ্ধান্ত অনেকগুলো ক্যারিয়ারকে শেষ করে দিল। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন বিদায় চাইনি।’

https://twitter.com/SRazaB24/status/1151927173827239936

বহিষ্কারাদেশের সময়ে জিম্বাবুয়ে আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে না। তবে খেলতে পারবে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সিরিজ। অবশ্য রাজার টুইট বার্তা তার অবসর গ্রহণেরই ইঙ্গিত দিচ্ছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়