শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখ লাখ মানুষ নিয়ে ঢাকায় বিএনপির সমাবেশ করার প্রত্যাশা মেজর হাফিজের

শাহানুজ্জামান টিটু : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘মিটিং-মিছিল, মানববন্ধন ও অনশন করে খালেদা জিয়ার মুক্তি হবে না। আমাদের ঢাকায় যেতে হবে। আমরা যদি সারা দেশ থেকে এক লাখ লোককে ঢাকায় সমবেত করতে পারি তখন আমাদের সঙ্গে ঢাকার লাখ লাখ মানুষ যোগ দেবেন।

বিএনপির এ নেতা বলেন, ‘ছোট ছোট রাজনৈতিক দল নেত্রীর মুক্তি দিতে পারবে না। এজন্য বিএনপিকে একাই এগিয়ে যেতে হবে।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার বরিশালের জনসভায় এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, ‘আওয়ামী লীগ বলে, আমরা ১০ মিনিট রাজপথে থাকতে পারবো না। আমি বলতে চাই, আমরা যদি রাজপথে অবস্থান নেই, বরং তারা থাকতে পারবে না। আমরা তাদেরকে দেখিয়ে দেবো।’

‘ আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামি, তাহলে আওয়ামী কালো মেঘ কেটে বিজয় আমাদের সুনিশ্চিত।’

তিনি বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তাই কাল হয়েছে। বর্তমান সরকার দেশকে কারাগারে পরিণত করেছে, আমরা বৃহত্তর কারাগারে আছি।’
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘খালেদা জিয়া অচিরেই মুক্তি পাবেন। একদিকে আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা আইনগতভাবে মামলা মোকাবেলা করছি। একই সঙ্গে আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে । এখন আপনারা যদি নিমজ্জিত থাকেন তাহলে খালেদা জিয়ার মুক্তি হতে পারে না।’

‘সব দিন দিন নয়, সব মামলা মামলা নয়। খালেদা জিয়াকে ‘ঠুনকো’ মামলায় যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কারাগারে রাখা হয়েছে, এটা কোনো গণতান্ত্রিক দলের কাজ নয়। এই দলকে আমি জানাতে চাই যে, যেভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, এভাবে অনেক নেতাকে কারাগারে রেখে লাভ হয়নি, আপনারাও তৈরি থাকবেন।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়