শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ বিশ্বকাপেও খেলতে চান মুশফিকুর রহিম

এল আর বাদল : বয়স বর্তমানে ৩২ বছর। আগামী বিশ্বকাপের সময় বেড়ে দাঁড়াবে ৩৬-এ। তবে বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা মুশফিকুর রহিম মনে করছেন, চার বছর পরের ওই আসরেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি।

এরই মধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন মুশফিক। এবারে তার লক্ষ্য, পঞ্চমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলা। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মুশফিক বলেন, অবশ্যই আমার একটি বড় পরিকল্পনা রয়েছে। তবে আমি সিরিজ বাই সিরিজ চিন্তা করতে পছন্দ করি।

সে অনুসারে আমি প্রস্তুত করি নিজেকে আর অনুশীলনও করি। যখন আপনি সিরিজ বাই সিরিজ চিন্তা করবেন, এটা আপনার ফর্ম ধরে রাখতে সাহায্য করে। যদি আপনি অনেক দূরের কিছু চিন্তা করেন, তখন ধারাবাহিকতা টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমার লক্ষ্য হলো ২০২৩ বিশ্বকাপে খেলা।

ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। আসর শেষ করেছে অষ্টম স্থানে থেকে। সেখানে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর টাইগারদের হয়ে সেরা কৃতিত্ব দেখান মুশফিক। ৩৬৭ রান নিয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের চার নম্বর জায়গাটা নিজের করে রেখেছেন মুশি। বহুবার নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। একা হাতে ম্যাচ জিতিয়েছেন। ২০১৫ সালের শুরু থেকে বিবেচনা করলে তার ব্যাটিং গড় ৪৭.২১। ফলে দেশের সেরা তো বটেই, বিশ্বের অন্যতম সেরা চার নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এমন অবস্থানে আসতে পেরে মুশফিক বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন, আপনি যদি চার নম্বর পজিশনের দিকে তাকান, আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমি দুই নম্বরে ছিলাম (রান সংগ্রহের দিক থেকে, নিউজিল্যান্ডের রস টেইলরের পেছনে)।

এটা বিশাল সন্তুষ্টির ব্যাপার। এটা আমাকে আরও বেশি পরিশ্রম করতে, আরও বেশি সাফল্য অর্জন করতে ও আরও বেশি চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করে। তাই আমি যা করেছি, তা নিয়ে আমি খুশি। যতটা আমি আশা করেছিলাম, ততটা হয়তো না। আমি কিছু ম্যাচে অবদান রেখেছিলাম যা আমাদের জিততে সাহায্য করেছিল। - সূত্র: আইসিসি/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়