শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন ওয়াটসন

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শেষের দিকে পর্দা ওঠতে চলছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। আর এই আসরে খুলনা টাইটাইন্সের হয়ে মাঠ মাতাতে আসছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনকে। ৩৮ বছর বয়সী এই অজি অলরাউন্ডারকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে ফ্র্যঞ্চাইজিটি। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেন ওয়াটসনের ভিডিও বার্তা প্রকাশ করেছে তারা।

এর আগে ২০১৭ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ওয়াটসন। তবে সাদারল্যান্ডের হয়ে বোলিং করার সময় চোট পাবার কারণে পরে আর ঢাকার হয়ে খেলা হয়নি তার।

ভিডিও বার্তায় ওয়াটসন বলেন, ‘আমি শেন ওয়াটসন, আমি আসন্ন বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলবো। বিপিএলে দারুণ মানের ক্রিকেট খেলা ও ভালো ক্যালিবারের ক্রিকেটার খেলে- এটা আমাকে এখানে খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাংলাদেশের ক্রিকেট পছন্দ করা সহস্র দশর্ককদের সামনে খেলবো। কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট মিলে খুলনা টাইটান্সের জন্য দারুণ এক স্কোয়াড তৈরি করছে। আশা করছি কোনবার না পাওয়া শিরোপাটা এবার পাবে খুলনা টাইটান্স।’

১৯৮১ সালে কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন ৫৯টি। ওয়ানডে খেলেছেন ১৯০টি, ৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন এই ডান হাতি পেস বোলিং অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়