শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় ভবন ধস, বাবা-ছেলের মরদেহ উদ্ধার

আহমেদ শাহেদ : রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে শফিকুলের বাবা জাহিদুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ধসে পড়া ওই ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি পুলিশে দেওয়া হয়েছে। রাত পৌনে ১টার দিকে উদ্ধার তৎপরতা শেষ করা হয়।

এর আগে রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর দেড়টার দিকে ওই ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ধসে পড়া ভবনটির ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে জানায় স্থানীয়রা।

দুর্ঘটনার পর কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান,পুরনো ঢাকার সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটি বুধবার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে। খবর পেয়েই সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। রাসেল শিকদার বলেন, অনেক পুরনো ওই ভবনটি পরিত্যক্তই ছিল। তবে কয়েকজন হকার সেখানে থাকতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়