শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজাপুরে ৩শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের সমবায় ক্লাব এলাকা থেকে ৩শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় কৈবর্তখালি গ্রামের সমবায় ক্লাব এলাকায় অপরিচিত ৩শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া শিশুরা হল- ঝালকাঠি সদর উপজেলার মধ্য চাদঁকাঠির সিফাত হাওলাদার (১১), একই এলাকার বিজয় হোসেন (১০) ও রাজাপুর উপজেলার পিংড়ি গ্রামের সিয়াম হোসেন (৭)। সিফাত,

বিজয় ও সিয়াম জানান, বুধবার দুপুরে সিফাত ও বিজয় দুই বন্ধু মিলে ঘোরার উদ্দেশ্যে ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে যাত্রীবাহী বাসে উঠে রাজাপুরের দিকে আসছিল। কিন্তু ভাড়া না থাকায় রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় তাদের নামিয়ে দিলে সেখানে ঘোরাফেরার সময় সিয়ামের সাথে কথাবার্তা হলে সিয়ামও তাদের সাথে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে বড় কৈবর্তখালি গ্রামের সমবায় ক্লাব এলাকায় চলে আসে।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, ওই শিশু ৩জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপজেলা আনসার কমান্ডার শুক্কুর হোসেনসহ স্থানীয়রা তাদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি জিডি রুজু করা হয়েছে। শিশু সিয়ামের বাবা ইতোমধ্যে খবর পেয়ে থানায় চলে এসেছে এবং অপর দুই শিশুর পরিবারকে সদর থানার মাধ্যমে অবহিত করার চেষ্টা চলছে। তারা এলে মুচলেকা রেখে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকল অভিভাবকদের উচিত তার সন্তানদের প্রতি খেয়াল রাখা।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়