শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্টে মৃত দম্পতির চার শিশুর পাশে দাঁড়ালেন দানশীল ব্যক্তি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : জেলার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত দম্পতি কামাল হাওলাদার ও মমতাজ বেগমের রেখে যাওয়া চার অনাথ শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক দানশীল ব্যক্তি।

দানশীল ব্যক্তির বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। নিজের নাম পরিচয় গোপন রাখা ওই দানশীল ব্যক্তি পেশায় ঢাকার একজন ব্যবসায়ী। প্রতিমাসে ওই চার শিশুর প্রতিপালনের দায়ভার গ্রহণ করে ওই ব্যক্তি উদারতার পরিচয় দিয়েছেন। দানশীল ব্যক্তি বুধবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মো. জামাল উদ্দিনের মাধ্যমে অনাথ শিশুদের হাতে নগদ ২০ হাজার টাকার অনুদান চেক তুলে দেয়ার ব্যবস্থা করেছেন।

সাংবাদিক জামাল উদ্দিন জানান, ওই অনাথ শিশুরা কর্মজীবনে প্রবেশ না করা পর্যন্ত প্রতিমাসে তাদের প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে চারজনের লেখাপড়া ও ভরণ-পোষণের খরচ হিসেবে ওই দানশীল ব্যক্তি মাসিক ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অকালে বাবা ও মাকে হারানো অনাথ চার শিশুর যেন কোনো কষ্ট না হয়, সমাজে কারও কাছে যেন অবহেলার পাত্র না হয় সে জন্যই ওই মহানুভব ব্যক্তি নিজ থেকে এ উদ্যোগ গ্রহণ করেছেন। একইসাথে নিজের নাম ও পরিচয় গোপন রাখার জন্য মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ করেছেন। বুধবার দুপুরে রমজানকাঠী গ্রামে ওই অনাথ চার শিশুর হাতে প্রথম কিস্তির নগদ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ জুলাই বাড়ির পার্শ্ববর্তী পাট খেতে মমতাজ বেগমে এবং স্বামী কামাল হোসেন বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যান।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়