শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে সুযোগ কাজে লাগাতে দৃঢ় প্রত্যয়ী বিজয়

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গতকাল মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দেড় বছর পর জাতীয় দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরিতে পড়েন এবং ঘরের মাঠে গত বছর উইন্ডিজের বিপক্ষে দলে জায়গা পেলেও বাজে পারফরমেন্সে বাদ পড়তে হয় তাকে। যদিও ওই সময়ে সবাই ভেবেছিলো বিজয়ের আর ফেরার সম্ভাবনা নেই। কিন্তু শ্রীলঙ্কা সফরে লিটনের জায়গায় ঠিকই আসলেন বিজয়। ঘরোয়া ও লিস্ট ‘এ’ ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করায় আবারও সুযোগ পেয়েছেন তিনি। আর এ সুযোগকে কাজে লাগিয়ে দলে স্থায়ীভাবে জায়গা করতে দৃঢ় প্রত্যয়ের কথাও জানিয়েছেন বিজয়।

বুধবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিজয় জানান, ‘আমি এমন দিনের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার একমাত্র কাজ হচ্ছে ভালো খেলা। একজন ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি পারফরম্যান্সই সব কিছু। সিরিজটা ভালো খেলতে চাই।’

দীর্ঘদিন পর দলে ফিরে সুযোগ কাজে লাগানোর প্রত্যয়ে তিনি বলেন, ‘আশা করছি এবার সুযোগটা কাজে লাগাতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন।’

বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন বিজয়। সেখানে দারুণ খেলছেন তিনি। ঝকঝকে একটি সেঞ্চুরি তুলেই নির্বাচকদের দৃষ্টি কাড়েন এ ওপেনার। এছাড়া চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছেন বিজয়। শুরু করেছিলেন দুর্দান্ত। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু শেষ দিকে সে ধারাটা ধরে রাখতে পারেননি। তারপরও ১৬ ম্যাচে করেছেন ৫৫২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়