শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি : প্রতি বছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।

এ প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় ২০৬ জন অংশগ্রহণ করে ২০৪ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন। মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ জানান, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সাড়ে ৫ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদিস, তাফসীর, ফিকহ ও আদব) পরীক্ষার ফলাফলে দেশের শীর্ষ স্থান অর্জনকারী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও আমিরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানের পৃষ্ঠপোষকতা, অরাজনৈতিক শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করায় এ সন্তোষজনক ফলাফল লাভ করা সম্ভব হয়েছে বলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪১৯ জন অংশগ্রহণ করে ২১৬ জন উত্তীর্ণ হয়েছেন। সরকারি মহিলা কলেজ থেকে ৫৬৫ জন অংশগ্রহণ করে ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৯ জন জিপিএ-৫ পেয়েছেন। আকলিমা মোয়াজ্জেম মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় ২০৯ জন অংশ নিয়ে ১৯৭ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।

ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ৪২ জন অংশগ্রহণ করে ৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন একজন। সদর উপজেলার নওপাড়া ডিএসআই ফাজিল মাদরাসা থেকে ২২ জন অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন দুইজন। সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়