শিরোনাম
◈ জবির দুইজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে: ডিবি  ◈ খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লালকার্ড দেখালো জবি শিক্ষার্থীরা ◈ ঈদে যানবাহনে ছাদে, ট্রাক-পিকআপে যাত্রী নেয়া যাবে না: হাইওয়ে পুলিশ প্রধান ◈ নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না: মির্জা ফখরুল ◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট 

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের জন্য অনলাইনে বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে, বললেন বাণিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সকল সেবা অনলাইনে দেয়া হচ্ছে। আমদানি ও রপ্তানি অধিদপ্তরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) চালু করা হলো। ফলে ব্যবসায়ীদের জন্য সেবাগুলোও অনলাইনে দেয়া সম্ভব হবে। ফলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি ও রপ্তানি অধিদপ্তর আয়োজিত অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এবং সাত দিনব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। ব্যবসায়ীদের লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা নিতে আর আমদানি-রপ্তানি অফিসে আসার প্রয়োজন হবে না। আমদানি-রপ্তানি অফিস এখন ডিজিটাল।’

‘অনলাইন লাইসেন্সিং মডিউল চালুর মাধ্যমে দেশ ব্যবসা-বাণিজ্য সহজ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো। পেপারলেস ট্রেড সুবিধা দিতে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ব্যবসা পরিচালনার অনেক শর্ত ইতোমধ্যে শিথিল ও সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীরা দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন। অতি বিনয়ের সঙ্গে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করতে হবে।’

টিপু মুনশি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে টিকে থাকতে হলে পেপারলেস ট্রেডের বিকল্প নেই। দেশের সব ধরনের বাণিজ্য সংশ্লিষ্ট কাজ ডিজিটাল হওয়া জরুরি। ব্যবসায়ীরা যেন বাণিজ্য সংক্রান্ত সব সেবা সহজেই পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আমদানি ও রপ্তানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর, সাবেক প্রধান নিয়ন্ত্রক ও সাবেক সচিব আফরোজা খানম।

নিবন্ধন সনদ নবায়ন মেলা চলবে ২৩ জুলাই পর্যন্ত, যেখানে অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এর আওতায় আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টরদের নিবন্ধন সনদ নবায়ন করা যাবে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়