শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিজিআর গার্ডসদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে দায়িত্ব পালনের আহবান প্রধানমন্ত্রীর

ইসমাঈল ইমু : যেকোনো অবস্থায় সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের উৎসাহ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজিমেন্টের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় দেয়া শুভেচ্ছা বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়নতা ও ত্যাগেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বুধবার সকালে রেজিমেন্ট মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে পৌঁছালে রেজিমেন্টের কোয়ার্টার গার্ডে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পিজিআরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম তাকে অভ্যর্থনা জানান। এরপর একদল চৌকস গার্ড তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

পরে প্রধানমন্ত্রী সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারদের সঙ্গে সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন। শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি সবার উপস্থিতিতে রেজিমেন্টে কর্মরত অবস্থায় শহীদদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন। সবার সঙ্গে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রীতিভোজেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.)তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়