শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ চলার সময় ভাইয়ের মৃত্যুর কথা কাউকে বলেননি আর্চার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ওয়ান্ডার কিড! এখন এই নামেই ডাকা হচ্ছে তাকে। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। সেটাও বিশ্বকাপের সুপার ওভারে বল হাতে নিউজিল্যান্ডকে ১৫ রানে আটকে রেখে।
এমন উজ্জ্বল বিশ্বকাপ অভিষেকের মাঝেও ব্যক্তিগত জীবন তোলপাড়, মৃত্যুশোক লুকিয়ে রেখেই বিশ্বকাপে বাজিমাত করেছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার।

ব্যক্তিগত শোকের কথা কাউকে জানাননি জফরা আর্চার। ঘটনাটা ঘটে,৩১ মে সন্ধ্যায়। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের পরের দিন। বার্বাডোজের সেন্ট ফিলিপে নিজের বাড়ির সামনে দুই আততায়ীর গুলিতে মৃত্যু হয় আশানসিয়ো ব্ল্যাকম্যানের। যিনি সম্পর্কে আর্চারের চাচাতো ভাই।

টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বিষয়টা প্রকাশ্যে আনলেন আর্চারের বাবা ফ্রাঙ্ক। বললেন, জফরা আর আশানসিয়ো সমবয়সি। ঘনিষ্ঠও ছিল। মৃত্যুর আগে কয়েক দিন ধরে ওরা মেসেজে কথা বলেছে। জানি এই খবরে কতটা ভেঙে পড়ে ছেলে। কিন্তু তার পরেও খেলা চালিয়ে গেছে।

জফরার মনে হয়েছিল, সব ঘটনার কথা জানলে বারবার এটা নিয়ে কথা হত। যা ক্রিকেট থেকে তার ফোকাস সরিয়ে দিতে পারত। তাই এটা নিয়ে কাউকে কিছু বলবেন না ঠিক করে ফেলেন ইংল্যান্ডের তরুণ পেসার। তার খেলা দেখেও এত বড় মানসিক ধাক্কার আঁচ পাওয়া সম্ভব ছিল না। মিচেল স্টার্ক ও লকি ফার্গুসনের মতো বিশ্বকাপে পাল্লা দিয়ে উইকেট শিকার করেছেন। ১১ ম্যাচে তার শিকার ২০ উইকেট।

আর্চারের লক্ষ্য ছিল ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়ে ইংরেজদের তথাকথিত ‘অভিজাত ক্রিকেটমহলে’ পাকা জায়গা করে নেয়া। তার বাবার কথায়, আট বছর থেকেই ছেলের স্বপ্ন ছিল ইংল্যান্ড দলে খেলার। অনেকেই প্রশ্ন তুলতেন, আমার ছেলে কতটা ব্রিটিশ তা নিয়ে। কিন্তু বিশ্বকাপে আর্চার যেভাবে খেললো, তাতে ইংরেজ তরুণরাই অনুপ্রাণিত হবে। সূত্র: পিবিএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়