শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়লেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কাক্সিক্ষত পারফরমেন্স করে দেখাতে পারেনি পাকিস্তান দল। শুরুর দিকে ভরাডুবির পর শেষ দিকে ঘুরে দাঁড়িয়েও রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি সরফরাজ আহম্মেদের দল। রাউন্ড রবিন লিগে বাদ পড়ে খালি হাতেই দেশে ফিরতে হয়েছে ’৯২ বিশ্বচ্যাম্পিয়নদের। দলের এমন হতাশাজনক পারফরমেন্সের কারনে দায়িত্বে থাকা প্রধান কোচ ও নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার চিন্তা করছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই বাদ দেয়ার আগেই প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। আগামী ৩০ জুলাইয়ের পর আর দায়িত্বে থাকবেন না ইনজি। বুধবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের পদত্যাগের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক দলপতি।

ইনজি জানান, ‘আমি মনে করি এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। জাতীয় দলের জন্য ৩০ জুলাই পর্যন্ত কাজ করে যাব। বিশ্বকাপ শেষে ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। ২০১৬ সালে জাতীয় দলকে নিয়ে কাজ শুরু করেছিলাম। বোর্ডের অধীনে কাজ করে আমি খুশি। এখন আমি চাই, আমার জায়গায় নতুন কেউ দায়িত্ব নিক। যিনি নতুন নতুন চিন্তা, ধারণা নিয়ে কাজ করবেন।’

এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে ইনজি আরও বলেন, ‘পিসিবিকে অনেক ধন্যবাদ। দলের সকলকে অনেক ধন্যবাদ। তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। বোর্ড যদি আমাকে অন্য কোনো দায়িত্ব দিতে চায়, বিশেষ করে নির্চাচক কমিটির, আমি ভেবে দেখব। কারণ ক্রিকেটই আমার রুটি-রুজি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়