শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাদারিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলা

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানেন সবই, তবুও জাতীয় দল ঘোষণায় নিয়মকানুনের তোয়াক্কা না করে পেশাদারিত্বের প্রতি অবহেলা দেখালেন।

গত মঙ্গলবার তারা শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। দল ঘোষণার আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের নিয়ম থাকলেও এবারই প্রথম সে পথে হাটেনি বিসিবি। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ফিটনেস টেস্টের নিয়ম থাকলেও সময় স্বল্পতার কারণে ফিজিওর রিপোর্টের ভিত্তিতে দল ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় বিসিবির দল ঘোষণায় পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে। নিয়ম অনুযায়ী বিশ্বের প্রতিটা দলেই ফিটনেস টেস্টের পরই স্কোয়াড ঘোষণা করা হয়ে থাকে। এরপর দলের ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। যদিও নান্নু জানিয়েছেন, দলে থাকা সব ক্রিকেটাররাই ফিট আছেন।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে থেকেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন রিয়াদ। বিশ্বকাপের দুই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকও। যদিও শেষ পর্যন্ত খেলেছেন তিনি। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে পুরো বিশ্বকাপ খেলেছেন মাশরাফি।

ব্যক্তিগত কারণে বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস। দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে ইনজুরিতে থাকা ক্রিকেটারদের নিয়ে লঙ্কান সিরিজে একপ্রকার ঝুঁকিই নিতে যাচ্ছে বিসিবি। কারণ ইনজুরিতে থাকা কোনো ক্রিকেটারেরই ফিটনেস টেস্ট নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়