শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বোর্ডে বেড়েছে পাশের হার ও জিপিএ ৫, জিপিএ ৫ পেয়েছে ২,৩৭৫ জন

মাহফুজ নান্টু,কুমিল্লা : কুমিল্লা বোর্ডে এইসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে। আজ বেলা পৌনে একটায় কুমিল্লা শিক্ষাবোর্ডের মিলনায়তনে সচিব নূর মোহাম্মদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য তুলে ধরেন।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, ২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ হাজার ৩৬০ জন, যার মধ্যে মোট পাশ করে ৭৩,৩৫৮জন । জিপিএ ৫ পেয়েছে ২,৩৭৫ জন। অসাধুপায় অবলম্বনের দায়ে ৪৫ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়াও চলতি বছর ৩ টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাশ করে নি এবং শতভাগ পাস করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।

২০১৮ সালে মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ, ৩ হাজার ৬৬৬ জন। মোট পাশ করেছিলো ৬৭,৮২০। জিপিএ ৫ পেয়েছিলো ৯৪৪ জন। পাশের হার ছিলো ৬৫.৪২ ভাগ। গত বছর ২ টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। শতভাগ পাশ করেছিলো ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।

সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ জানান, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কাজ করা হয়েছে। ফলশ্রুতিতে এ বছর গড় পাশের হার ও জিপিএ পাঁচ উভয়ই বেড়েছে। বোর্ডের অধীন ছয় জেলার এইচএসসি পরীক্ষার পাশের হার ও শিক্ষার মানের অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আমরা অঙ্গিকারাবদ্ধ। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়