শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে আমেরিকান নারী লক্ষ্মীপুরে

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর : ভালবাসার টানে নজির আছে সিংহাসন ছাড়ার। সেই ভালবাসা আর প্রেমের টানেই নিজ দেশ ছাড়লেন মার্কিন নারী সারলেট। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে।

২০১৩ সালের ৪ঠা নভেম্বর ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব তারপর প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবসারই হয়েছে জয়। উভয়ের পরিবার মেনে নেয়ার পর ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তাকে।

বিয়ের পর গণমাধ্যমে উঠে আসে এই দম্পত্তির কথা। এলাকায় মানুষের মুখে মুখেও তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূসহ অতিথিদের নিয়ে আপ্যায়ন সবই হয় সোহেল হোসেনের নিজ গ্রামের শ্রীরামপুর দাইয়ুম উল্যাহ পাটওয়ারী বাড়িতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন ওই এলাকার শত শত মানুষ। মার্কিন নারী সারলেট-এর বাড়ি আমেরিকার নিউজার্সিতে। এর আগে ২০১৬ সালের ১৭ জুলাই বাংলাদেশে এসে তাদের বিয়ে হয়।

স্বামী সোহেল জানান, দীর্ঘ ৭ বছর পূর্বে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সারলেটের সাথে। পরস্পর পরস্পরের সাথে গভীর সর্ম্পকের এক পর্যায়ে সারলেট বাংলাদেশে চলে আসে। তাদের ২০১৬ সালের ১৭ জুলাই বিয়ে হয়। এরপর সে আমেরিকায় চলে যায়।
১২ জুলাই পুনরায় বাংলাদেশে আসে এবং গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হয়। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়