শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত চার রান নিতে অনাগ্রহ প্রকাশ করেন স্টোকস : অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জমজমাট ফাইনালে কিউইদের হারিয়ে শিরোপা ঘরে তুললেও বিতর্কের মুখে পড়ে ইংল্যান্ড। স্টোকসের ব্যাটে লেগে যে চার রান হয় তা নিয়েই মূলত বিতর্ক সবচেয়ে বেশী। তবে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের দাবি অতিরিক্ত সেই চার রান দিতে আম্পায়ারকে নিষেধ করেছেন স্বয়ং বেন স্টোকস নিজেই।

ম্যাচের ৫০তম ওভারের চতুর্থ বলে ২ রানের জন্য দৌড় দেন স্টোকস। দ্বিতীয় রান প‚র্ণ করার সময় ক্রিজে ঝাপিয়ে পড়েন তিনি। সে সময় মিডউইকেট বাউন্ডারি থেকে নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে পেরিয়ে যায় বাউন্ডারি।

যার সুবাদে দুই রানের জায়গায় ইংল্যান্ড পেয়ে যায় ছয় রান। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্টোকস হাত তুলে বসে পড়েন এবং জানান দেন ইচ্ছাকৃত এমনটি করেননি তিনি। পরবর্তীতে ম্যাচ টাই হলেও সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংলিশরা।

ম্যাচ শেষে আম্পায়ারদের কাছে গিয়ে স্টোকস সেই চার রান ফিরিয়ে নিতে বলেন। যা নিজ চোখে দেখেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। অ্যান্ডারসন বলেন, ‘সই ঘটনার পর আমি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলাপ করেছিলাম, সে দেখেছিল স্টোকসকে ম্যাচ শেষে আম্পায়ারের কাছে গিয়ে বলতে যে সেই চার রান তাদের দরকার নেই। রানগুলি তারা যেন কেটে নেয়।’

বিশ্বকাপের সেই অতিরিক্ত রান নিয়ে রানার্স আপ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বিষয়টি মেনে নিতে পারেননি। ম্যাচ চলাকালীন এই ব্যাপারে কোনো প্রতিবাদ না করলেও ম্যাচ শেষে তিনি বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন।

নিউজিল্যান্ড দলপতি বলেন, ‘বলটি স্টোকসের ব্যাটে লেগেছে এটা খুবই লজ্জার বিষয়। আমি আশা করব এমনটা আর কখনোই হবে না। আমি সমালোচনা করছি না। শুধু আশা করছি যে এমনটা আর কখনোই হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়