শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৫:০২ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউন্ডারি হিসেবে নয়, আরেকটি সুপার ওভারের নিয়ম করা হউক : শচিন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন যতটা সামলোচিত হয়েছে তার থেকে আলোচিত হচ্ছে ফাইনাল ম্যাচ নিয়ে। বিতর্কীত হচ্ছে আম্পায়ারিং থেকে শুরু করে সুপার ওভার পর্যন্ত। মূল ওভারে যখন ফলাফল নির্ধারন করা যায়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মধ্যকার ফাইনাল ম্যাচ। তখন সেটি গড়ায় সুুপার ওভারে কিন্তু সেখানেও ফলাফল একই হওয়ায় বাউন্ডারির হিসেবে নিউজিল্যাকে পরাজিত করে ইংল্যান্ডকে জয়ী করা হয়েছে। যেটি যেকেনো পরাজিত দলের পক্ষে মেনে নেয়া খুবই কষ্টের।

সেই জন্য বিশ্বের ক্রিকেট বিশ্লেষকরা আবেদন জানিয়েছেন, আইসিসি যেনো এই নিয়ম বাদ দিয়ে দেয়। আবার কেউ কলেছেন ট্রফিটা দু’দলের মধ্যে ভাগ করে দেওয়া উচিত ছিলো। কিন্তু ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার বলছেন ভিন্ন কথা। তার মতে বাউন্ডারি হিসেবে নয় একটি সুপার ওভারে কাজ না হলে আরেকটি সুপার হউক। এছাড়া তিনি ফুটবলের উদাহরণও দেন।

শচিন বলেন, ‘আমি মনে করি বিজয়ী দল ঘোষণার জন্য বাউন্ডারির হিসাব নয়, আরেকটি সুপার ওভারের ম্যাচ আয়োজন করা উচিৎ ছিল। শুধু বিশ্বকাপের ফাইনাল ম্যাচই নয়, ক্রিকেটের সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন ফুটবলে যখন অতিরিক্ত সময়ে খেলা হয় তখন কোন কিছুই ম্যাটার করে না আর।’

ফাইনালে মূল ম্যাচে শেষ বলে দুই রান প্রয়োজন হলে সেখান থেকে মাত্র এক রান নিয়ে সক্ষম হন বেন স্টোকস। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে ১৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও ১৫ রান করে। সুপার ওভারেও টাই হলে ম্যাচে বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে বিজয়ী দল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়