শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা সফরেও বাদ পড়ে গেলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েসের। কারণ হিসেবে তখন দেখিয়েছিলো ঘরোয়া লিগে ফর্মে নেই তিনি। গতকাল শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি সেখানেও নেয়া হয়নি তাকে। ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা আনামুল হক বিজয়কে নেয়া হয়েছে।

১৪ জনের দলে সাকিব আল হাসান না থাকায় তার বদলে একজন বাঁহাতি স্পিনারকে চেয়েছিল দল। সেক্ষত্রে পারফরমার তাইজুল ইসলাম ছিলেন বেষ্ট চয়েজ। আর ওপেনার হিসেবে বিকল্প তো আছেই। ইমরুল কায়েস সেখানে বিবেচনাতে আসতেই পারতেন।

দেশের মাটিতে গত অক্টোবরেই জিম্বাবুয়ে সিরিজে রেকর্ড রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ পড়েছেন, এরপর আর সুযোগ পাননি।

এরপর ঢাকা প্রিমিয়ার লিগে সময়টা খুব ভালো যায়নি। একটি সেঞ্চুরি করলেও বাকি ম্যাচে রান পাননি কোনো। সেদিক দিয়ে বিজয় এখানে এগিয়ে ছিলেন, তিনটি সেঞ্চুরিসহ ৩৬.৮ গড়ে করেছেন ৫৫২ রান। তবে জাতীয় দলে গত ২০১৭ থেকে ওপেনিংয়ে সুযোগ পেয়েও তেমন কিছু করতে পারেননি বিজয়। সবকিছু মিলে তার দলে আসা নিয়ে প্রশ্ন উঠেছিলো।

এ ব্যাপারে মিনহাজুল বললেন, এইচপি কোচ সায়মন হেলমুটের কাছে বিজয়ের ব্যাপারে ইতিবাচক বার্তা পেয়েছেন তারা, ‘ঘরোয়াতে ধারাবাহিকভাবে ভালো খেলেছে বিজয়। বড় দৈর্ঘ্য বা ওয়ানডে সবকিছুতেই ভালো খেলেছে। সব কিছু ভেবেই ওকে নেওয়া হয়েছে। এখন এ দলেও ভালো খেলেছে। ইমরুলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। এইচপির যে হেড কোচ, তার কাছ থেকে বিজয়ের ব্যাপারে ইতিবাচক কিছু জিনিস পেয়েছি। সেজন্য ওকে নেওয়া হয়েছে।’

তাছাড়া আফগানিস্তান এ দলের বিপক্ষে কদিন আগেই সেঞ্চুরি পেয়েছেন বিজয়, যদিও অন্য দুই ইনিংসে ২৩ ও ১৬। তবে ইমরুলও ছিলেন ব্যর্থ, তিন ইনিংস মিলে করেছেন ৩৬ রান।

এদিকে বিজয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপারও বিবেচনায় এসেছে, নিশ্চিত করলেন মিনহাজুল, ‘আরেকটা ব্যাপার, আমাদের দুই ওপেনারই বাঁহাতি। সুতরাং সেখানে আমরা একজন ডানহাতিকে বিবেচনা করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়