শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনু মুহাম্মদকে ‘গুম’ করার হুমকি

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদকে ‘গুম’ করার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলকাতায় অবস্থানরত বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিচয় দিয়ে এ হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার নিজের ফেসবুক পাতায় এই অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আনু মুহাম্মদ জানান, মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে আমার মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে তাঁর ছোট ভাইদের চিকিৎসার জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে গুম করা হবে বলে হুমকি দেন। সুব্রত বাইন বলেছেন, কলকাতায় অবস্থান করা ছোট ভাইদের চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা প্রয়োজন। ১০ লাখ টাকা জোগাড় হয়েছে। বাকি ৪ লাখ টাকা তাকে দিতে হবে।

আনু মুহাম্মদ আরও বলেন, ‘সুব্রত বাইন বলেছেন, টাকা না দিলে পরিবারের সদস্যদেরসহ আমাকে গুম করে ফেলা হবে। এ ‍বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে গত ৭ মে একই পরিচয়ে একই নম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনোয়ার সাঈদকে হুমকি দেয়া হয়। একই নম্বর থেকে ২০১৬ সালের ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ১১ অক্টোবর একই বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান খান ও প্রভাষক শামসুন নাহারকে হুমকি দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়