শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরপতনের সুযোগে ভারতীয় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে ৬৭ হাজার কোটি ডলারের ব্রিটিশ স¤পদ ব্যবস্থাপক কোম্পানি

নূর মাজিদ : কোম্পানি শেয়ার বিক্রির আকস্মিক ধূম পড়েছে ভারতীয় পুঁজিবাজারে। যার ফলে দেশটির পুঁজিবাজার থেকে ৩ হাজার ৪শ কোটি ডলারের শেয়ার বিক্রি হয়েছে। তবে এই অবস্থাকে নিজেদের বিনিয়োগের জন্য উত্তম সুযোগ মনে করছে যুক্তরাজ্যভিত্তিক সম্পদ ব্যবস্থাপক এবারডিন স্ট্যান্ডার্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ৬৭ হাজার কোটি ডলার সমমূল্যের সম্পদ ব্যবস্থাপকটি এক বিবৃতিতে জানিয়েছে, এই সুযোগ ব্যবহার করে তারা নিজেদের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করবে। সূত্র : লাইভমিন্ট।

এবারডিনের এশিয় পুঁজিবাজার বিনিয়োগ পরিচালক ক্রিস্টি ফং বলেন, কম শেয়ার মূল্যের সুযোগ নিয়ে আমরা উচ্চ মানের কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়াতে চাই। সাম্প্রতিক শেয়ার বিক্রির হিড়িকে অনেক ভালো কোম্পানির শেয়ারের দরও পড়ে গেছে। যেটা তাদের স্বাভাবিক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের বিনিয়োগ এই অবস্থার পরিবর্তন করবে।

তিনি আরো বলেন, আমরা এই কম মূল্যকে পছন্দ করছি, এখন নতুন বিনিয়োগ আসলে ভারতের দীর্ঘ-মেয়াদি ভোক্তা- সক্ষমতাও বাড়বে। যা ব্যবসায়ের সাফল্যের সম্ভাবনাও বাড়াবে।

চলতি মাসের শুরুতে শীর্ষ ধনীদের ওপর সরকারের নতুন করারোপের প্রস্তাব উত্থাপনের সঙ্গেসঙ্গেই চলতি সপ্তাহে তার প্রভাব পড়ে ভারতের পুঁজিবাজারে। মে মাসের পর চলতি জুলাইয়ে সবচেয়ে বেশি মূল্যসূচক হারায় ভারতীয় পুঁজিবাজার। এমনকি অনেক বৈদেশিক বিনিয়োগকারীও তাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। দরপতন এখন সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও ভীতি ছড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক দেশটির পুঁজিবাজারের বিনিয়োগকারী অনেক আর্থিকখাতের প্রতিষ্ঠান পুঁজিবাজারের ঋণের অভাবে দেউলিয়া হওয়ার কারণেই সাধারণ বিনিয়োগকারীরা শঙ্কা করছেন। গতবছরের জুনে এই কারণেই দেউলিয়াত্বের কবলে পড়ে আইএলঅ্যান্ডএফএস গ্রুপ।

ক্রিস্টি ফং বলেন, নন-ব্যাংকিংখাতের অনেক আর্থিক কোম্পানিকে তারল্য সংকটে পড়তে দেখছি। এই অবস্থায় যে সকল কোম্পানি এখনও টিকে থাকার লড়াই করছে, তাদের বাণিজ্যিক মান মাঝামাঝি পর্যায়ের। এবং বাজারের আরো অবনতি হলে তাদের ব্যবসা শেষ হয়ে যাবে। এই অবস্থা পরিবর্তনে আমাদের বিনিয়োগ খুবই কার্যকর হবে। আমরা আলোচনার মাধ্যমে আরো কম দরে শেয়ার কিনে নেয়ার সুযোগ পয়াব, বলেই আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়