শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে ডেঙ্গু রোগীদের দেখতে মেয়র সাঈদ খোকন

মোস্তাফিজুর রহমান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু রোগীদের দেখতে মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ৭০২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের শারীরিক অবস্থা এবং ঔষুধ ও খাওয়া-দাওয়ার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।

শেষে সাংবাদিকদের বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আতংকিত না হওয়ার অনুরোধ জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রনে নগর কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্টরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করে মাঠে আছে। অচিরেই শহরকে ডেঙ্গুমুক্ত নিশ্চিত করব।

তিনি আরো বলেন, ডেঙ্গু রোগ শুধু বাংলাদেশে না পাশ্ববর্তী দেশ ভারত, মালেশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও হাজার হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে এ রোগের প্রাদুর্ভাব ঘটে।

ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা কিন্তু ময়লা আবর্জনায় বংশ বিস্তার করে না। অনেকে হয়তো তাই মনে করে। কিন্তু এটি সম্পূর্ণ স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই আমরা শীঘ্রই বাসাবাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিগুলোতেও মশার ওষুধ ছিটানোর জন্য মশক কর্মীদেরকে পাঠাবো।আপনার প্রতিবেশীদেরকেও বলবেন যেনো কোনো পানি দুদিনের বেশি জমিয়ে না রাখে। তাই এটি প্রতিরোধ করা সম্ভব হবে। আমি সবার প্রতি অনুরোধ করছি আপনারা ঘাবড়াবেন না, আতংকিত হবেন না। এ রোগ দ্রুত সেরে যায়। আমরা সকলে মিলেই এ রোগ প্রতিরোধ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়