শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিদের সঙ্গে পরামর্শ ছাড়া মসজিদ-মন্দিরের উন্নয়ন নয়

আসাদুজ্জামান সম্রাট : স্থানীয় এমপিদের পরামর্শ ছাড়া মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কোনো প্রকল্প নেয়া হবে না। একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

কমিটির সভাপতি মো : হাফেজ রুহুল আমীন মাদানী-এর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে হজ্ব ব্যাবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসা : তাহমিনা বেগম এবং রত্না আহমেদ উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো : আব্দুল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন।

‘হজ্ব ২০১৯’ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে বৈঠকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ বিমানের ৭৪টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে মোট ৫৪,৭৬৫ জন হজ্বযাত্রী সৌদি আরব গমন করেছেন, ৬৪ জেলার জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের তত্ত্বাবধানে সকল হজ্বযাত্রী এবং হজ্ব গাইডকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং এ পর্যন্ত ৩,১৩৯ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, হজ্ব অফিস ঢাকায় হজ্ব সংক্রান্ত হেল্পডেস্ক এবং কলসেন্টার (০৯৬২৬৬৬৭০৭০) চালু রয়েছে, প্রত্যেক হজ্বযাত্রীকে হজ্ব সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন- ফ্লাইটের তথ্য, টিকা প্রদান সংক্রান্ত তথ্য, পরবর্তী করণীয় সম্পর্কে তথ্য এসএমএস-এর মাধ্যমে প্রদান করা হচ্ছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়। উল্লেখ্য, হজ্বযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ও শেষ ফ্লাইট যথাক্রমে ০৪ জুলাই ২০১৯ ও ০৫ আগস্ট ২০১৯ এবং সৌদি আরব হতে ফিরতি প্রথম ও শেষ ফ্লাইট যথাক্রমে ১৭ আগস্ট ২০১৯ ও ১৫ সেপ্টেম্বর ২০১৯।

বৈঠকে মন্দির/শ্মশান/আশ্রম এর সংস্কারে তালিকা প্রণয়নের নিমিত্ত স্থায়ী কমিটির সদস্য ও প্রত্যেক এলাকার সংসদ সদস্যদের সাথে পরামর্শ করার ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে প্রকল্প প্রণয়নে মন্দির/শ্মশান/আশ্রম তুলিকাভুক্তকরণে সংসদ সদস্যদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলার বার্ষিক কর্মসূচি এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণকে সম্পৃক্তকরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয় এবং এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।
বঙ্গবন্ধুর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানসহ সংশ্লিষ্ট বিষয়াদি মুসলিম বিশ্বে তুলে ধরার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়