শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন স্থগিত করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা

আসিফ হাসান কাজল : রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ তুলে নিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ৪ দফা দাবিতে সকাল সাড়ে ১০ টা থেকে ৩ ঘণ্টা শেষে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে তারা৷ নীলক্ষেত, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়। এসময় ঢাবির ক্ষণিকা বাসটি আটকে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলামের মধ্যস্থতায় ক্ষণিকা বাসটি পথ পরিবর্তন করে।

৪ দফা দবিগুলো হলো- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ২য় বর্ষের সকল শিক্ষার্থীদের প্রমশোনের ব্যবস্থা করতে হবে, কৃতকার্য সকল শিক্ষার্থীদের উক্ত বিষয়ে পুনঃ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, গণহারে ফেল রোধ করতে হবে ও পরীক্ষার্থীদের খাতা যথাযথ মূল্যায়ন করতে হবে।

মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, যে সকল শিক্ষার্থী ফেল করার পরেও ২ পয়েন্ট পেয়েছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। কিন্তু সব বিষয়ে পাশ করার পরেও মোট সিজিপিএ ২ এর নিচে এসেছে তাদেরকে উত্তীর্ণ করা হয়নি।
আন্দোলনের মুখপাত্র আবু বকর জানায়, আজকের মতো আন্দোলন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবরতী ঘোষণা জানানো হবে।

সর্বশেষ সাত কলেজের ৭ জন প্রতিনিধির একটি দল ঢাবি উপচার্ ভিসি আক্তারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে যায়। পরে সাক্ষাত না পেয়ে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়