শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপা অবশ্যই ভাগাভাগি করা উচিত ছিলো : কিউই কোচ গ্যারি স্টিড

স্পোর্টস ডেস্ক : এবারের ইংল্যান্ড বিশ্বকাপে ফাইনালে ওঠেছে স্বাগতিক দল ও নিউজিল্যান্ড। এই দুই দল এর আগে কয়েকবার বিশ্বকাপের ফাইনালে ওঠে শিরোপার মুখ দেখেনি। গত রোববার সেই ম্যাচটি বিশ্বের ইতিহাসের সেরা ফাইনাল ম্যাচ ছিলো বলে অনেক ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন। মূল ওভার ও সুপার ওভারেও যখন ফলাফল নির্ধারন করা যায়নি তাই শিরোপাটি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া উচিত ছিলো নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড মনে করেন।

তিনি বলেন, ‘আপনি যখন টানা সাত সপ্তাহ ক্রিকেট খেলেন এবং ফাইনাল পর্যন্ত শিরোপা জয়ী দল নির্ধারণ করতে না পারেন, তাহলে এটা (বিশ্বকাপ ভাগাভাগি করা যায় কিনা) অবশ্যই ভেবে দেখা উচিত। বিশ্বকাপে আলোচিত অনেক ঘটনার মতো এটাও একটি বড় ঘটনা। সবকিছু পুনরায় দেখা উচিত।’

এর আগের দিন ম্যাকমিলানও বলেছিলেন এমনটা। পঞ্চাশ ওভারের ম্যাচে দুই দলই সমান ২৪১ রান করায় সুপার ওভারে গড়ায় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ফাইনালটি।

সুপার ওভারেও দুই দল করে সমান ১৫ রান করে। এরপর বাউন্ডারির সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডের বাউন্ডারি ছিল ২৬ টি, কিউইদের ১৭ টি।

পুরো বিষয়টির সমালোচনা করে ম্যাকমিলান বলেছিলেন, ‘ফাইনালের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়। সাত সপ্তাহ পর যখন শিরোপা জয়ী দল খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সুপার ওভারেও যখন টাই হল তখন বিশ্বকাপ ভাগাভাগির কথা বললে ভুল হবে না। শিরোপা অবশ্যই ভাগাভাগি করা উচিত ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়