শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্শা ও আকাশ চোপড়ার বিশ্বকাপ সেরা একাদশে রয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : গত রোববার অনেক নাটকীয়তার জন্ম দিয়ে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের ৪৬ দিনের যাত্রা। মূল ওভার ও সুপার ওভারে গিয়েও যখন ফলাফল নির্ধারণ করা যায়নি তখন বাউন্ডারির হিসেবে ঘোষিত হয় শিরোপাধারী দল। ৪৪ বছরের আক্ষেপ ঘুছিয়ে এদিন নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপার মুকুট পড়ে নেয় ইংল্যান্ড।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর আসর শেষে নিজেদের পছন্দরের একাদশ বাছাই করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও আকাশ চোপড়া। তবে তাদের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন কেবল সাকিব আল হাসানই।

এবারের আসরে পারফরম্যান্সের হিসেবে অনেকে হতাশ করেছেন আবার অনেকে প্রত্যাশার চেয়েও বেশ ভালো করেছেন। সবকিছু বিবেচনা করেই গতকাল নিজেদের একাদশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শুধু আইসিসিই নয়, বিশ্বকাপে পছন্দের একাদশ বাছাই করেছেন ভারতের কিংবদন্তী শচিন টেন্ডুলকারও।

এই আসরের সব পারফরম্যান্স মিলিয়ে বিশ্বকাপের একাদশ বাছাই করেছেন হার্শা ভোগলে ও আকাশ চোপড়া। যেখানে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এই বিশ্বকাপের সেরা একাদশের তালিকায় সাকিবকে রাখা অটোমেটিক চয়েজ। কারণ এই আসরে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করেছিলেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। ব্যাট ও বল দুর্দান্ত দাপট দেখিয়েছেন তিনি। ৮ ইনিংস খেলে এই অলরাউন্ডার ৬০৬ রানের পাশাপাশি নিয়েছেন ১১টি উইকেট। তাছাড়া অলরাউন্ডার হিসেবে এক আসরে ৫০০ এর বেশি রান ও ১০ উইকেটের মালিক তিনিই। শুধু তাই নয় ১০০০ রান ও ৩০ উইকেটের মালিক এই টাইগার।

তাই বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার বা বিশ্লেষকরাই নয় বিশ্ব মিডিয়াগুলোও তাদের একাদশে জায়গা করে দিয়েছেন এই অলরাউন্ডারকে।

হার্শা ভোগলের বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা, জেসন রয়, জো রুট, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, যশপ্রিত বুমরাহ, জোফরা আর্চার ও ইমরান তাহির।

আকাশ চোপড়ার বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা, জেসন রয়, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি, জেমস নিশাম, মিচেল স্টার্ক, জোফরা আর্চার, মোহাম্মদ আমির ও যশপ্রিত বুমরাহ। ১২তম সদস্য হিসেবে রেখেছেন রবীন্দ্র জাদেজাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়