শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৮৬ এর ফুটবলে ‘হ্যান্ড অব গড’ ২০১৯ এর ক্রিকেটে ‘ব্যাট অব গড’

স্পোর্টস ডেস্ক : বিশ্বের কিংবদন্তি ফুটবলার বলা হয় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ডিয়োগা ম্যারাডোনাকে। তিনি বিখ্যাত হয়ে আছেন ফুটবল বিশ্বকাপে হাত দিয়ে গোল করে। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই গোলের কারণেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। বিখ্যাত সেই গোলকে ‘হ্যান্ড অব গড’ বলে অভিহিত করা হয়। এবারও প্রায় একই ঘটনা ঘটেছে স¤প্রতি অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। ওভার থ্রো স্টোকসের ব্যাটে লেগে চার হওয়াকে বলা হচ্ছে ‘ব্যাট অব গড’ হিসেবে।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের প্রথম দু’বলে কোনো রান নিতে পারেননি বেন স্টোকস। তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। চতুর্থ বলে ভাগ্যের জোরে ৬ রান পেয়ে যায় ব্রিটিশরা। দু’রান নেওয়ার সময় রান-আউট থেকে বাঁচতে ডাইভ মারেন স্টোকস। কিন্তু গাপ্টিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়।

এর ফলে ম্যাচ টাই হয়ে যায়। যদি ব্যাটে লেগে ওই অতিরিক্ত রান না আসত তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। হয়ত তখন প্রয়োজন হত না সুপার ওভারেরও।

ম্যাচের ফল টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সুপার ওভারও টাই হওয়ায় ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিশ্বকাপ জয় অধরা থেকে যায় নিউজিল্যান্ডের। ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বজয়ের স্বাদ পায় ইংল্যান্ড।

২২ গজের এই বিতর্কিত বিশ্বকাপ ফাইনালের সঙ্গে ৩৩ বছর আগে ফুটবল বিশ্বকাপে ম্যারাডোনার হাত দিয়ে করা গোলের তুলনা করছেন অনেকে। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এর অনুকরণে স্টোকসের ব্যাটকে বলা হচ্ছে ‘ব্যাট অব গড’ অর্থাৎ ‘ঈশ্বরের ব্যাট’। ফুটবল মাঠে ঈশ্বর ইংরেজদের বিশ্বকাপ থেকে ছিটকে দিলেও ৩৩ বছর পর ক্রিকেট মাঠে সেই ঈশ্বরই ব্রিটিশদের বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়